মীর ফারুক যশোর প্রতিনিধি:
যশোর শার্শার বৃহস্পতিবার রাতে শিকারপুর নাইকেলবাড়িয়া গ্রামে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ (৬২৪ টি স্বর্ণের বার )প্রায় ৩৬ কোটি টাকা মুল্যর স্বর্ণসহ মহিউদ্দিন নামে এক পাচারকারী কে আটক করেছে শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।এ সময় তার কাছ থেকে একটি রামদা দা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
০৯ আগষ্ঠ বৃহস্পতিবার রাত দশটার সময় শার্শা শিকারপুর নাইকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে বিজিবির সদস্যরা।
আটক মহিউদ্দিন শিকারপুর গ্রামের মোজ্জাম্মেল হক এর ছেলে।
৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল আরিফুল হক ৭২ কেজি ৭৫৯ গ্রাম স্বণ সহ মহিউদ্দিন কে আটকের সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন গোপন সংবাদভিত্তিতে জানতে পারি স্বর্ণ পাচারকারী একটি দল বিপুল পরিমান স্বর্ণ নিয়ে ভারতে যাচ্ছে,এমন সংবাদে নাইকেলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মহিউদ্দিন কে আটক করি,তার কাছে স্বর্ণে ৬২৪ টি বার ও একটি রামদা দা উদ্ধার করি,তিনি আরো বলেন আটক মহিউদ্দিনের নামে অর্থপাচার আইনে মামলা করে দ শার্শা থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।