রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে লায়ন এমএ আউয়াল এমপি ১১ শতাধিক বিধবা,বযস্ক,প্রতিবন্ধীদের মাঝে নতুন ভাতা বই বিতরণ করেন। উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ ভাতা বই বিতরণ করেন তিঁনি। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি লায়ন এমএ আউয়াল এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, কেন্দ্রীয় আ.লীগের উপ-কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এমএ মমিন পাটোয়ারী,মেয়র আবুল খায়ের পাটোয়ারী, দৈনিক লাখোকন্ঠও অগ্রজ পত্রিকার প্রকাশকও সম্পাদক ফরিদ আহম্মদ বাঙ্গালী,এমপির স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান শেখ,উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন,উপজেলা আ.লীগের নেতাও কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান,উপজেলা আ.লীগ নেতা রাকিবুল হাসান মাসুদ, এমরান হোসেন বাচ্চু প্রমূখ। এরপূর্বে এমপি দু’জন ক্যান্সার রোগীকে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে নগদ ৫০হাজার করে ১লাখ টাকার চেক দেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র পরিদর্শন করেন।