ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠি
ইউনিয়নের আশিয়ার গ্রামের মৃতঃ আঃ রাজ্জাক খানের পুত্র মোঃ নুর
আলমের জন্ম তারিখ ২ টি বলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অভিযোগ করা
হয়েছে। ঝালকাঠি শহরের আমতলারোডস্থ মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান
তালুকদার এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয়
থেকে ঝালকাঠি জেলা প্রশাসককে তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয়পত্রে নুর আলমের জন্ম
তারিখ ৫অক্টোবর ১৯৫৯ এবং মুক্তিযোদ্ধা সনদে তার জন্ম তারিখ
১জানুয়ারী ১৯৯৫৬। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন সময়ে
তার বয়স ছিলো ১১বছর ২২ দিন। এই বয়স নিয়ে গেজেট নং৬৬, সনদ
নং- ম-১২০৬৩৯, বতর্মানে সে মিরপুর-০১ বিআইএসএফ-এ (সরকারী)
চাকুরীরত হওয়ায় ওইখানের কোয়ার্টারেই থাকেন। ভুয়া মুক্তিযুদ্ধা হয়ে
সরকারের সম্পত্তি আত্মসাত ও ভোগদখল করছে। সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা
নেয়ার দাবিও জানানো হয়েছে আবেদন।