ঢাকা ঃ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ঢাকা শহর বর্তমানে একটি গুজবের শহরে পরিণত হয়েছে।’
আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া। আগামীকাল বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন,‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় কেউ যেন সেলফি তোলায় ব্যস্ত না থাকেন সে জন্য সতর্ক থাকতে হবে। নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে গত এক সপ্তাহ ধরে আমরা কাজ করছি। এরপরও জনগণের নিরাপত্তার বিষয়টি খাটো করে না দেখে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।’
ডিএমপি কমিশনার আরো বলেন,‘কাল ধানমণ্ডি ৩২ নম্বরে এবং বনানী কবরস্থানে যারা শ্রদ্ধা নিবেদনে যাবে তারা কোনো ধরনের ব্যাকপ্যাক,হ্যান্ডব্যাগ,ভ্যানিটি ব্যাগ, দিয়াশলাই, দাহ্য পদার্থ, ছুরি, কাচি, চাকু, লাঠি এই ধরনের কোনো দ্রব্যাদি বহন করবেন না।’
এ সময় নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে আছাদুজ্জামান বলেন, ‘জাতীয় শোক দিবসের নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। অতীত ইতিহাস বিবেচনায় রাজধানীজুড়ে দৃশ্যমান এবং অদৃশ্যমান কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আগামীকাল জাতীয় শোক দিবসকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গত এক সপ্তাহ ধরেই চলছে ব্যাপক তল্লাশি। একই সঙ্গে ধানমণ্ডির ৩২ নম্বর সড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানান আছাদুজ্জামান মিয়া।
এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।