মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের
পাঁচবিবি উপজেলার পৃথক ৩টি স্থানে গত ২৪ ঘন্টায় থানা পুলিশ মাদক দ্রব্য উদ্ধার ও
চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে ১৪ জনকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী ব্রিজের নিকট এসআই
আমিনুর রহমানের নেতৃত্বে চেকপোষ্ট চলাকালীন সময় মাদক সেবনকারী মোঃ সোহেল
রানা (২১), মোঃ মাসুম (২৫), আমিনুল ইসলাম (২৫), নাজমুল হোসেন (২৬), শফিকুল
ইসলাম (৪৫), রনি খন্দকার (২৭), জাহিদুল ইসলাম (৩০), মাহমুদুল হাসান (২৮), নাদিম মন্ডল
(২০) আরিফ হোসেন (১৯), ইমরান হোসেন সাদ (২৬), রাজিব (৩০), কোতোয়ালীবাগ
এলাকা থেকে পিএসআই হাচান রেজা ২ বোতল ফেনসিডিলসহ সিমা আক্তার (২৮) এবং
জয়পুরহাট র্যাব কোকতারা এলাকা থেকে ৩৭৫টি মাদক ইনজেকশনসহ মোঃ জিয়া (২৯)
কে আটক করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনাটি
নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।