শরীফ হোশেণ-
হাজীগঞ্জ প্রতিনিধি:
ব্যপক প্রতিবন্ধকতার মাঝেও সাফল্যের ধারাবাহিকতায় কুমিল্লা
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
অধিনে হাজীগঞ্জ মডেল কলেজেই সেরা। যার প্রমান বিগত বছরের
ন্যায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফলে হাজীগঞ্জ
মডেল কলেজ থেকে ৯১.৩৭% পরীক্ষার্থী কৃতিত্বের সাথে সফলতা
অর্জন করে যার মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী
উপজেলা ও জেলায় প্রথম স্থান অর্জন করে।
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল হাজীগঞ্জ মডেল কলেজের
পরীক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের জন্য একটি চ্যালেঞ্জ স্বরুপ ছিলো।
বিশেষত, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাজিগঞ্জ মডেল কলেজের
শিক্ষার্থীরা যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেখানকার
প্রতিকূল পরিবেশ পরীক্ষার্থীদের প্রত্যাশিত ফলাফল প্রাপ্তিতে
কিছুটা অনিশ্চয়তা তৈরী করেছিল। আর সকল ধরনের
প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে হাজীগঞ্জ মডেল কলেজ এর
পরীক্ষার্থীরা অন্যদের জন্য এমন ইশ্বনীয় ফলাফল অর্জন করে।
কলেজের সার্বিক ফলাফল নিয়ে “বাংলার সময়” কে দেওয়া একান্ত
সাক্ষাৎকারে হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির
পাটওয়ারী জানান পরীক্ষার হলে সুষ্ঠ পরিবেশের অভাব এবং ব্যপক
প্রতিবন্ধকতার মাঝেও যারা ভালো ফলাফল অর্জন করেছে তাদেরকে
অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা ভালো করতে পারেনি তাদের জন্য
সমবেদনা প্রকাশ করছি। পরীক্ষার অনুকূল পরিবেশ পেলে ভালো ফলাফল
করতো এবং আমার প্রতিষ্ঠান শতভাগ সফলতা অর্জন করতে পারত।