রূপগঞ্জ (নারায়ণঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানা শ্রমিককে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ১৬ আগষ্ট রাতে তেতলাবো খালপাড় এলাকায় ওই কারখানা শ্রমিক ধর্ষন করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাসাবো এলাকার আইয়ুব আলী মাদবরের ছেলে হাসান মাদবর, একই এলাকার ইব্রাহিম আলীর ছেলে শাহীন আলম ও নিরঞ্জন বিশ্বাসের ছেলে অর্জুন বিশ্বাস।
র্ধষিতার পিতা ও পুলিশ জানায়, ওই কারখানা শ্রমিকের বাবা মাসাবো এলাকায় একটি ভাড়া বাড়িতে দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে বসাবাস করে আসছে। তার মেয়ে স্থানীয় একটি মেলামাইন কারখানায় শ্রমিক হিসেবে চাকুরী করে আসছে। গত ১৬ আগষ্ট রাতে ওই কারখানা শ্রমিক কর্মস্থলে যাওয়ার সময় তেতলাবো খালপাড় এলাকায় পৌছাঁলে মামুন, হাসান মাদবর, শাহীন আলম ও অর্জুন বিশ্বাস মিলে তার মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে হাসান মাদবর, শাহীন আলম ও অর্জুন বিশ্বাসেরর সহযোগীতায় মামুন ওই কারখানা শ্রমিককে জোর পূর্বক ধর্ষন করে। ওই কারখানা শ্রমিকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ওই কারখানা শ্রমিকের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধর্ষক মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সানি/বিপ্র