রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মহসিন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে শুক্রবার বিকেলে ঢাকা মুগদা এলাকা থেকে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী আইয়ুব (৩৮)কে গ্রেপ্তার করেন। শনিবার সকালে ধৃত আইয়ুব আলীর স্বীকার উক্তিতে উপজেলার মধ্য ভাদুর এলাকার যুগী বাড়িতে ওসি তোতা মিয়ার নেতৃত্বে একটি বাঁশের ঝাঁড়ে মাটির নিছ থেকে ১টি এলজি,৩রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।
পুলিশ জানান ধৃত আইয়ুবের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।