সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হিলি স্থলবন্দরে আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা ৬ দিন ছুটি ঘোষনা করা হয়েছে। ফলে এ কয়দিন বন্দর দিয়ে আমদানী-রপ্তানিসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ২৬ তারিখ রবিবার থেকে বন্দরের আমদানী-রপ্তানি পুনরায় চালু হবে।
এদিকে বন্দর দিয়ে আমদানী-রফতানি বন্ধ থাকরলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপারও অন্যন্যে দিনের মতোই চালু থাকবে।
এমনকি ঈদের দিনেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট খোলা থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত আব্দুস সবুর।
সোহেল রানা