নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার তালায় ৫০ জন দুঃস্থ জনগণের মাঝে চেক বিতরণ করা হয়েছে। তালা উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যািন জেবুন্নেছা খানম, তালা প্রেসক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
তালায় ৯০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা তালায় ৯০টি পরিবারের মধ্যে ১.৩২৭ কিঃ মিঃ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা দোহার পশ্চিম পাড়ায় ১৫৯২৪০০ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ কর্মসূচি উদ্বোধন করা হয়। বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাশ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ প্রমুখ।