শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

গ্রেনেড হামলাকারীদের সঙ্গে সংলাপ নয় : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৩৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা, নীল নকশা ও বাস্তবায়ন হয়েছে তারেক জিয়ার নির্দেশে। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট দেশি বিদেশিদের ষড়য়ন্ত্রে সেনাবাহিনীর বিপথগামী একটা অংশ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করছিলেন। ২০০৪ সালে ঠিক আগস্ট মাসে ২১ তারিখ তারা টার্গেট করেছিলো বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা করা। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হত্যাকারীরা গ্রেনেড ছুঁড়ে মেরেছিলো। কিন্তু গ্রেনেডটি ট্রাকেট ভিতরে না পড়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায়। যে কারণে শেখ হাসিনা বেঁচে যায়। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে না থাকতো তাহলে আজকের এই উন্নয়নের বাংলাদেশ দেখা যেতো না।

আজ তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলায় হাজী ইদ্রিস চত্বরে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১শে আগস্ট হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ২১শে আগস্টে হত্যাকারীরা যে গ্রেনেড ব্যবহার করেছিল তা পাকিস্তান থেকে আনা হয়েছে। পুলিশের সামনে দিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। অথচ আমরা যারা আহত হয়েছিলাম তাদেরকে যারা হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করছিলো তাদেরকেও পুলিশ গুলি করে হটিয়ে দিয়েছে। সেই দিন প্রায় ৫শত নেতাকর্মী আহত হয়েছে। আজও তারা পঙ্গু অবস্থায় আবার কেউ কেউ শরীরের মধ্যে স্পিলন্টারের ব্যাথা নিয়ে বেঁচে আছেন। তাই ২১শে আগস্ট আমাদের বেদনার দিন। সেই দিন আমরা আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী হারিয়েছি।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে ইঙ্গিত করে বলেন, তাকে কেউ অবরুদ্ধ করে রাখেনি। এলাকায় গত ২২ বছরে একটি উন্নয়ন কাজ ও যিনি করেননি তিনি আজ আমার উন্নয়ন কাজ দেখে আমার পদত্যাগ চাচ্ছেন। তিনি লন্ডনে অবস্থানরত নেতার সুদৃষ্টি কামনার জন্য এলাকায় এসে নাটক করছেন। তার এই অপপ্রচার ও মিথ্যাচারের বিচার জনগণ করবে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল আমিন রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সামসুদ্দিন সেলিম, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মফিজ উল্যাহ, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি আসদুজ্জামান আরমান সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451