নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা
দায়ের করায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
জানাগেছে উপজেলার ভাটি কাপাশিয়া গ্রামের মোজাফ্ধসঢ়;ফর হোসেনের স্ত্রী মমেনেকা
বেগম,চাচা শশুর মাদ্রাসা শিক্ষক মফিজুল হকের বিরুদ্ধে গত ২৪-০৭-১৮ ইং তারিখে বিজ্ঞ নারী ও
শিশু নির্যাতন দমন বিশেষ আদালত,গাইবান্ধায় নারী ও শিশু নির্যাতন দমন
আইন/২০০৩(সংশোধনী)৯(৪)খ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। যাহার নম্বর ১৩৩/১৮।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য আনসার ভিডিপি
কর্মকর্তা সুন্দরগঞ্জ,গাইবান্ধাকে দায়িত্ব অর্পণ করেন। গত ১৮আগষ্ট/১৮ ইং তারিখে
সরেজমিনে তদন্তকালে কাপাশিয়া ইউপি আ”লীগ নেতা মমিনুল ইসলাম ও ভাটি কাপাশিয়া
গ্রামের হায়দার আলী,সৈয়দ আলী,মহির উদ্দিন,আজগার আলী,সাজেদা বেগম, মমেনা
বেগম,নাজমা বেগমসহ অনেকে এ প্রতিনিধিকে জানান জমিজমা নিয়ে বিরোধের কারণে
মফিজুল হকের বিরুদ্ধে এই নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদিনী মমেনেকার
নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হন নি। এব্যাপারে আনসার
ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানির সাথে কথা হলে তিনি জানান তদন্ত প্রতিবেদন
কোর্টে দাখিল না করা পর্যন্ত মন্তব্য দেয়া যাবেনা।