রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আকারতমা গ্রামের প্রবাসী জুবায়ের হোসেনের পরিবারকে একটি মহল নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় বুধবার সকাল সাড়ে ১১টায় ওই প্রবাসী সংবাদ সম্মেলন করেন। প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এসএম বাবরের সভাপতিত্বে প্রবাসী জুবায়ের হোসেন জানান গত শুক্রবার বিকেলে নাগমুদ গ্রামের জুয়েল হোসেনের নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত লাঠি-সোটা হাতে নিয়ে তার ছোট ভাই মাসুদের কাছে পাওনা টাকা পাবে বলেই তাঁকে ঘেরাও করেন। এ সময়ে উত্তেজিত দুর্বৃত্তরা তার উপর হামলা করে বসত বাড়ি ভাংচুর,লুট পাট করেন। এ সময়ে বাধাদিলে দুর্বৃত্তরা তার বৃদ্ধা বাবা জয়নাল আবেদীন,চাচা মো: সাহজাহান,কালা মিয়া, স্ত্রী জুবায়েদাসহ ৭জনকে আহত করেন। সৃষ্ট ঘটনায় জুবায়ের শনিবার রাতে থানায় মামলা করেন।
জুবায়ের জানান তার ছোট ভাই মাসুদের সাথে প্রতিপক্ষ জুয়েলের পাওনা টাকার বিষয় তিঁনি অবহিত নহে। গত তিন বছর মাসুদ নিখোঁজ কোথায় আছে তাহা তিনি জানেন না।
জুয়েল জানান জুবায়ের হোসেনের ছোট ভাই তার ঢাকার ব্যবসায়ী দেখাশুনা করতেন। মাসুদ তিন বছর আগে তার প্রায় ২কোটি টাকা নিয়ে উদ্ধাও হয়ে যায়। মাসুদের বড় ভাই জুবায়ের কাছে নালিশ করতে গেলে সে দু.ব্যবহার করলে তার লোকজন বাড়ির গ্লাস ভাংচুর করেন। বাড়িতে লুট পাট সহ শ্লীলতা হানির ঘটনা মিথ্যা-বানোয়াট।
মামলার তদন্তকারী অফিসার জহির উদ্দিন জানান মামলা তদন্ত চলছে। পাওনা-দেনার বিষয়ও জড়িত রয়েছে।