বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অগ্নিকান্ডে বসত বাড়ির ১২টি ঘর মালামালসহ ভষ্মিভুত হয়ে গেছে। বুধবার বিকেলে জোয়াড়ী ইউনিয়নে খোর্দ্দকাছুটিয়া গ্রামে নবীর মৃধার ছেলে নজের মৃধার বাড়িতে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস টিম এসে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুহিউদ্দীন জানান, নজের আলীর বাড়ির পাটখড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দ্রুত তা বাড়ির ১২টি ঘরে ছড়িয়ে পড়ে। বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ১৫ লাখ টাকার মালামাল খতির হাত থেকে উদ্ধার করা হয়। তার আগেই অন্তত ১০ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়ে যায়।