নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের বাসিন্দা মো: হাসান মোল্লার ৬ শতাংশ জমি জোর পুর্বক দখল নিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন একই গ্রামের মো: অসিম খান। এ ঘটনায় বর্তমানে ওই গ্রামে উভয় পক্ষের মধ্যে চরম উত্তজেনা বিরাজ করছে। যে কোন সময় অনেক বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
সরেজমিন ঘটনা স্থলে গিয়ে কথা হয় ষাটোর্ধ জুলু খানের সাথে তিনি বলেন, আমরা ছোট থেকে জেনে আসতেছি রাস্তার পাশে হাসান মোল্যা গংদের ৬ শতাংশ জমি আছে তবে তার জমি দখল দিয়ে অন্য শরিক ইমারত নির্মাণ করছেন এটা খুবই দুঃখ জনক খবর।
জমির মালিক হাসান মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, আমার দলিল এর সম্মতি ৬ শতাংশ দখল করে অসিম খানরা তাদের নতুন বাড়ির সাথে অর্šÍভুক্ত করে এবং আমি ন্যায্য বিচারের আশায় আদালতের শরনাপন্ন হই এবং আমার মামালাটি বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে মামলার বিবাদী অসিম খানের সাথে কথা বলতে গেলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি।