সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় বাড়ল আরও ৬০ দিন স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : তারেক রহমান নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত পাঁচবিবিতে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটে বাড়ছে বীজ আলুর দাম নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা

শ্রীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন বেলদিয়া মধ্যপাড়া এলাকা থেকে (৩০ আগস্ট) বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার বেলদিয়া গ্রাম থেকে লিলি আক্তার (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধু স্থানীয় আজমল মিয়ার ছেলে সোহেল মিয়ার স্ত্রী। নিহত গৃহবধুর দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। নিহত গৃহবধুর স্বামী সোহেল পেশায় একজন ফুটপাতে খেলনা ব্যবসায়ী।

সোহেলের পিতা আজমল জানান,আমার চেরে হকারী করে,আমি জর্দ্দা বিক্রি করি বাজারে বাজারে।প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমি ও আমার ছেরে ব্যবসার কাজে চলে যাই,পরে মোবাইল ফোনের মাধ্যমে দুপুর১২ টার দিকে খবর শোনতে পাই। বাড়ি এসে দেখি গলায় উরনা পেচিয়ে গাছের সাথে আত্মহত্যা করেছে আমার ছেলের বৌ লিলি। দুই বছর আছে আমার ছেলের পছন্দ মতো বিয়ে দেওয়া হয়েছে। ভালই তো চলছিল সংসার। তবে কি কারনে আত্ম হত্যা করেছে তা আমি জানি না।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে লিলি স্বামী গা ঢাকা দিয়েছে। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার লিলিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। মানিকগঞ্জ জেলার সোনকা বাজার এলাকার তারা মিয়ার কন্যা নিহত গৃহবধু লিলি আক্তার।

শ্রীপুর থানার এস.আই জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে আজমল বাড়ীর উত্তর পার্শ্ববর্তী হিজল গাছ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দি মেডিকেল হাসপালে পাঠানো হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451