সার্ক অঞ্চলের আটটি দেশের নির্বাচন কমিশন (ইসি) নিয়ে গঠিত সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে ঢাকায়।আগামীকাল বুধবার সকাল ৯টায় রাজধানীর হোটেল র্যাডিসনে ওই সম্মেলন শুরু হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য দিয়েছেন।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেমবোসার বর্তমান চেয়ারম্যান গুলাজান আবদুল বাদি সায়েদ।এস এম আসাদুজ্জামান জানান, ফেমবোসা সম্মেলনে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা, নির্বাচনী প্রক্রিয়াতে স্বচ্ছতা, ভোটার নিবন্ধন, ভোট গণনা, ফলাফল ঘোষণা, নির্বাচনে নাগরিক সমাজের ভূমিকা, নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক প্রযুক্তির প্রয়োগ এবং ভোটার সচেতনতা বাড়ানোর জন্য মিডিয়া রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হবে।আসাদুজ্জামান আরো জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার সভাপতিত্বে সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের নির্বাচন কমিশনের ২১ জন প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বাংলাদেশের ইসির কর্মকর্তারাও থাকবেন।যুগ্ম সচিব আরো জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম সাধারণ অধিবেশনে ফেমবোসার বর্তমান চেয়ারম্যান স্বাগতিক বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের নিকট ফেমবোসা চেয়ারম্যানশিপ হস্তান্তর করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সাধারণ ও আটটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে অংশগ্রহণকারীরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন।২০১০ সালে ফেমবোসা গঠন করা হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে। ঢাকায় সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনের এক সম্মেলনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’-এর যাত্রা শুরু।এরপর পর্যায়ক্রমে সার্ক দেশগুলোর বিভিন্ন দেশে এর সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম সম্মেলনও ঢাকায় ২০১০ সালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। এরপর পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত বছরের ২৪-২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের কাবুলে অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়।