জাকির হোসেন পাটোয়ারী
রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজার নামে একাধিক ফেইক
আইডি, পেইজ বুক পেইজ খুলে সরকারের কার্যক্রম
বিরোধী,বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ
হাসিনা,সরকারের মন্ত্রী পরিষদের কেবিনেট মন্ত্রী, কেন্দ্রীয়
আ’লীগ,জেলা,উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সহ
মুক্তিযোদ্ধা,আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে নানা রটনা সহ
বিকৃত ছবি পোষ্ঠ করে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে
জঙ্গি তৎপরতা উৎসাহ দেওয়ার অভিযোগ রয়েছে।
নোয়াগাঁও,ভোলাকোট,ভাটরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ
হোসেন রানা,বশির আহম্মদ মানিক,জাহিদুল হাসান
জাহিদ,আবুল হোসেন মিঠু জানান,
পানিয়ালা বাজার সাইবার দলসহ ওই বাজার নামে বিভিন্ন
আইডির মাধ্যমে সরকার বিরোধী প্রচারনা ছাড়াও বঙ্গবন্ধু
শেখমুজিবুর রহমান,প্রধান মন্ত্রী জননেত্রী শেখহাসিনা, মন্ত্রী
পরিষদের সদস্য,মুক্তিযোদ্ধা,কেন্দ্রীয় আ’লীগ,জেলা ও উপজেলা
আ’লীগসহ সহযোগী সংগঠন এবং আ’লীগের সমর্থিত
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সু-শীল সমাজের মানুষের
বিকৃত ছবি ও পোষ্ট করে। এতে পোষ্ট করা ছবি ও লেখা নিয়ে
সরকার ও বিরোধী সমর্থনে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একে
অপরকে হত্যার হুমকি সহ হেয় পতিপন্ন ছবি ও লেখা পোষ্ট করে
উপজেলার পূর্বাঞ্চালে সাধারন মানুষকে নাজেহাল সহ বিপদগ্রস্থ
করার অভিযোগ রয়েছে।
ফেইক আইডির গুলোর মধ্যে বেশী উত্তেজনা সৃষ্টিকারী আইডি
হচ্ছে “ পানিয়ালা বাজার সাইবার দল” “সাইবার দল পানিয়ালা
বাজার”, “দৈনিক পানিয়ালা বাজার নিউজ” “শিবির সংবাদ
পানিয়ালা বাজার”, “পানিয়ালা বাজার শিবির সংবাদ” পানিয়ালা
বাজার ছাত্রদল সহ পানিয়ালা নামে একাদিক ফেইক আইডি ও
পেইজবুক পেইজ খুলে নোয়াগাঁও,ভাটরা,ভোলাকোট ইউনিয়নে
সরকার সমর্থিত ইউপি চেয়ারম্যান,মেম্বার,রাজনীতিবিদ,শিক্ষক
সুধী সমাজের মানুষকে ব্যঙ্গচিত্র সহ মানহানিকর মিথ্যা ও ষড়যন্ত্র
লেখা পোষ্ট করে উত্তেজনা সৃষ্টি করে।
শিক্ষক দেলোয়ার হোসেন,সুপার মাহবুব,আব্দুল মোতালেব,নূরে
আলম জানান,জাহাঙ্গীর হোসেন জানান,অত্র পেইজবুকে
আমাদেরকে বহুবার হেয়পতিপন্ন লেখা ও ছবি পোষ্ট করে হয়রানী
করছে। উপজেলা নিবাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেও
উপায়ন্তর না প্ধাসঢ়;ওয়ার ক্ষোভ প্রকাশ করছে।
নোয়াগাঁও ইউপি আ’লীগের সাধারন সম্পাদক সহেল
পাটোয়ারী ও ইউপি সাবেক ছাত্রলীগের সভাপতি জাবেদ
পাটোয়ারী জানান, ৫ই জানুয়ারী জাতীয় নির্বাচনে পানিয়ালা
বাজার,কোমরতলা ভোট কেন্দ্রে পুলিশ প্রশাসনের একজন সদস্যকে
পেট্রোল ছিঁটকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে সরকার
বিরোধীরা। পানিয়ালা বাজার সংলগ্ন ৪টি শিক্ষা প্রতিষ্টানে
অগ্নি,পানিয়ালা বাজার,কমাররোর্ডে বহু দোকান পাট লুট করে
পরে ওই প্রতিষ্টান গুলোতে অগ্নিদগন্ধ করে। পানিয়ালা-চিতোষী
সড়কের কোটি টাকার সরকারী গাছ কর্তন,বহু যানবাহনে
অগ্নিদগন্ধ করছে।
সৃষ্ঠ ঘটনার মামলায় সরকার বিরোধীরা জামিনে মুক্তি পেয়ে এবং
এদের মধ্যে অনেকে দেশের বাহিরে অবস্থান করে এ জগন্যতম কাজ
করছে। প্রতিটি আইডিতে দেশে – বিদেশে একাধিক এডিমেন
জড়িত থাকার কথাও বলেন। পেইজ বুক অফিসে অভিযোগ করে
একটি আইডি ব্লক করার সাথে সাথে দুষ্ট চক্রটি একাধিক
ফেইক আইডি সৃজন করে বিকৃত ছবি সহ লেখা পোষ্ট অব্যাহত
রাখছে।
উপজেলার চেয়ারম্যান আকম রুহুল আমিন ও মেয়র খায়ের পাটোয়ারী
জানান, ফেইক আইডি গুলোর মধ্যে দিয়ে দুষ্কৃতিকারীরা
এলাকায় জঙ্গিবাদ উস্কানী দিয়ে আসছে। প্রশাসনের সহায়তা এ
গুলোর বিরোধে ব্যবস্থা নেওয়া উচিত।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ জানান,
সাইবার আইন রয়েছে। ফেইক আইডি গুলোর বিরুদ্ধে প্রশাসনিক
ব্যবস্থা নেওয়া হবে।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান,
দুষ্কৃতিকারীরা সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে ফেইক
আইডি দিয়ে সরকারের উন্নয়ন সহ প্রশাসনের কর্মকান্ডের
বিরোধী করছে।