বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে রোলভা বাজারে হামলার ঘটনায় ১ জনকে কারাগারে পাঠিয়েছেন নাটোর জজ কোর্টের বড়াইগ্রাম আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট খোরশেদ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী লোকমান হোসেন বাদল।
মামলা সুত্রে জানা যায়, ১৫ আগষ্ট শোক দিবসের অনুষ্ঠানের যাওয়ার পথে রোলভা বাজারে হামলার শিকার হন চান্দাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ সহ ১৫ জন। বড়াইগ্রাম থানা মামলা নিতে অস্বীকৃতি জানালে বড়াইগ্রাম পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর বাদী হয়ে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামকে প্রধান আসামী করে সংশ্লিষ্ট আদালতে ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। গত সোমবার আসামীগন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক সাইদুর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং অন্যান্য আসামীদের জামিন মঞ্জুর করেন।