রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক
আসামীসহ সোহেল দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে
উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া ও দিঘী বরাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা
হয়। গ্রেফতারক…তরা হলেন, যাত্রামুড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে ও সাজাপ্রাপ্ত
আসামী সোহেল মিয়া এবং দিঘী বরাব এলাকার নুরুল ইসলামের ছেলে ও নাশকতা
মামলার আসামী শরীফুল ইসলাম শরীফ।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন জানান, বিপুল পরিমান মাদক দধবে ̈
পাচারের অভিযোগে গত ২০০৬ সালে বিশেষ ক্ষমতা আইনে (২৫বি ধারায়) সোহেল
মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় সোহেল মিয়ার ৫ বছরের সাজা হয়।
প্রায় দশ বছর পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী সোহেল মিয়াকে তার নিজ এলাকার
যাত্রামুড়া থেকে গ্রেফতার করা হয়। অপর দিকে, নাশকতা করে মানুষ হত ̈া মামলার
পলাতক আসামী শরীফুল ইসলাম ওরফে শরীফকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা
হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।