শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে চাঁদা না পেয়ে বালু লেবারদেরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোদারচালা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮)নামের এক অবৈধ বালু ব্যবসায়ী।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসি বাজার স্বপ্নপুরী হোটেলের সামনে ৬সেপ্টেম্বর
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছে ৩জন।গুরুতর আহত ময়মনসিংহের নান্দাইল উপজেলার তাঁরাপাশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে তোফায়েল (৩২)কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অপর দুই আহত ব্যাক্তি একই জেলার হালুয়াঘাটের বটগাছিয়া গ্রামের হাসমত আলীর ছেলে রুবেল (৩১)।এবং ধোবাউরা উপজেলার কুড়িয়াবাসা গ্রামের মমরুজ আলীর ছেলে আব্দুস ছাত্তার (৪০)।এদের কে প্রাথমিক চিৎকিসা দেওয়া হয়েছে স্থানীয় ফার্মেসী থেকে।
জানা যায়, দূরপাল্লা থেকে আসা মালবাহী গাড়ী বালু বোঝাই ট্রাক থেকে মালামাল নামানোর জন্য এমসি বাজারে বসবাস করে প্রায় ১২০জন দিনমজুর। এসব দিনমজুরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে মহাসড়কের পাশে দোকান ভাড়া নিয়ে গদী বানিয়ে এদের কাছ থেকে গত ৫ বছর যাবৎ প্রতিমাসে জন প্রতি ২০০টাকা চাঁদা নিচ্ছে আবু বক্কর। কিন্তু কোনপ্রকার নিরাপত্তা না পাওয়ার কারণে চাঁদা দিতে আপত্তি করে দিনমজুর শ্রমিকরা।এতে সে ক্ষিপ্ত হয়ে মারধর করে প্রতিবাদী শ্রমিকদেরকে।
আহত শ্রমিক রুবেল বলেন, অন্য জেলা থেকে বালু বোঝাই ট্রাক আসে আমরা সেসব গাড়ী থেকে বালু নামায়।আমি চাঁদা না দেয়ার কারণে আমাকে ও আমার সহকর্মীদের কে মেরেছে।এবং প্রাণ-নাশের হুমকি দিয়ে বলেছে চাঁদা না পেলে মেরে বস্তায় ভরে ফেলে দিবে।
এব্যাপারে অভিযুক্ত আবু বক্করের সাথে কথা বললে তিনি মারধরের কথা স্বীকার করে বলেন,কয়েকমাস যাবৎ গদীর ভাড়া দিচ্ছিল না শ্রমিকরা এতে আমি চড়-থাপ্পড় দিয়েছি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দেলোয়ার হুসেন বলেন,মহাসড়কের পাশে কোন অবৈধ বালু ব্যবসা চলবেনা।এসব উচ্ছেদ করা হবে।