শ্রীপুর শহর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে শ্রীপুরে পুলিশী বাধায় বিএনপি প্রতিবাদ সভা করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীরা । ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেল ষ্টেশন সংলগ্ন (টিপু সুলতান) মাঠে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভা শুরুর আগেই বিকেল ৫টায় পুলিশ অনুষ্ঠান স্থলের মঞ্চ ভেংগে নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় বলে জানায় তারা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রতিবাদ সভা করতে না পেরে অবশেষে পথসভা করে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি।
রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি-র সাধারন সম্পাদক শাহানুর সরকারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা শাহীন, শ্রীপুর উপজেলা যুবদলের সভাপতি সায়ায়েত হোসেন আকন্দ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা, যুবদল নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খালেদা জিয়া কারাগারে অসুস্থ্য । উনার এক হাত ও এক পা প্যারালাইজড হয়েছে। আজ বাংলার জনগণ জেগে উঠছে। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেই আনবে।
তবে পুলিশ অনুষ্ঠান স্থলের মঞ্চ ভেংগে দেয়ার অভিযোগ অস্বীকার করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ সাদী জানান, বিএনপি রাজাবাড়ীতে প্রতিবাদ সভার করার কোনো রকম অনুমতি পুলিশের কাছ থেকে নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।