বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। গতকাল শনিবার উপজেলা প্রশাসন বড়াইগ্রাম ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ ভাবে এর আয়োজন করে।
সকালে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ মিলনায়তনে শেষ হয়। সেখানে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন শিক্ষা অফিসার আকলিমা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক প্রমূখ।