নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (২২ আগস্ট) বিকেল সোয়া ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে ক্রিসেন্ট লেক সংলগ্ন জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে গিয়ে এ শ্রদ্ধা জানান তিনি। এসময় নতুন কমিটির নেতাদের নিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বেগম খালেদা জিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জে ড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ইঞ্জিনিয়র আ ন হ আখতার হোসেইন, জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মীর নাসির, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, নূরে আরা সাফা, শিরিন সুলতানা, শহীদ উদ্দিন চৌধূরী এ্যানি, ওয়াদুদ ভূইয়া, মীর শরাফুত আলী শফু, আজাদুর রহমান আজাদ, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, শিল্প বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, অ্যাডভোকেট শাহানা আকতার শানু, অ্যাডভোকেট সিমকি আকতার প্রমুখ।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপির কাউন্সিল বেগম খালেদা জিয়াকে নির্বাহী কমিটি গঠনের জন্যে দায়িত্ব দিয়েছিলো। কিছুদিন আগে নির্বাহী কমিটি গঠন করেছেন তিনি। সেই কমিটিতে স্থান পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি আমরা।
‘এখান থেকে আমরা শপথ নিয়েছি-বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পুনঃরুদ্ধারে অগ্রণী ভুমিকা পালন করবে বিএনপি।’
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বরাবরই লক্ষ্য করেছি আওয়ামী লীগ সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনঃরুদ্ধারে লড়াই করেছে। সেই দলটি আজ সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র ও একদলীয় ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। ‘এরই ধারাবাহিকতায় বর্বরতম ওই গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর চেষ্টা করছে তারা।’
বিএনপি মহাসচিব বলেন, ওই মামলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চার্জশিটে তারেক রহমানের নাম ছিলো না। চতুর্থবার যে চার্জশিট দেওয়া হয় সেখানে তারেক রহমানের নাম জড়ানো হয়েছে।
রামপাল বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, সুন্দরবন ধ্বংস, পরিবেশ বিনষ্ট করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আমরা ঘোর বিরোধী। ‘এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হলে অন্য জায়গায় করা যেতে পারে, যেখানে পরিবেশের ক্ষতি হবে না।’
এদিকে জিয়াউর রহমানের মাজারে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সোমবার দুপুরের আগে থেকেই মাজার কমপ্লেক্স ও এর আশপাশে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা জড়ো হন। এসময় তাদের হাতে নিজ-নিজ অনুসারী নেতাদের ছবিসহ প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। খুব একটা চোখে পড়েনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া কিংবা তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার-ব্যানার।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মাজার সংলগ্ন এলাকায় জড়ো হন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিকেল সোয়া ৫টার দিকে মাজার কমপ্লেক্সে বেগম খালেদা জিয়া পৌঁছালে স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান তারা।
দীর্ঘ ৬ বছর পর গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর প্রায় সাড়ে চার মাস পর গত ৬ আগস্ট ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন বেগম খালেদা জিয়া। কমিটি ঘোষণার ১৬ দিন পর দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি।