ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় স্থানীয় সরকারী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ৭টি ইউনিয়ানের পৌরসভা নিয়ে মোট ৮টি দল অংশগ্রহন করেন।
ফাইনাল খেলায় ফুলবাড়ী পৌরসভাকে ৪-০ গোলে পারাজিত করে বেতদিঘী ইউনিয়ান বিজয়ী হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার অব্দুস সালাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ,মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল পৌর প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, বেতদিঘি ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুষ, কাজীহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,পৌর কাওন্সিলর আব্দুস জব্বার মাসুদসহ আরো অনেকে।