হেলাল শেখ, ঢাকাঃ
রাজধানী ও ঢাকার সাভার আশুলিয়াসহ গাজীপুরে বিভিন্ন এলাকায় মিষ্টির দোকানগুলোতে মিষ্টিজাতপণ্য বিক্রি করতে ওজনে কম দিয়ে কারচুপির করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী।
১৪ সেপ্টেম্বর শুক্রবারসহ গত তিনদিন ধরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১ কেজি মিষ্টিজাত পণ্য বিক্রি করতে ২৫২ গ্রাম ওজনের প্যাকেট দেয়া হচ্ছে, এক কেজি মিষ্টির মূল্য ২০০টাকা হলে ৫০টাকা কাষ্টমারকে ঠকানো হচ্ছে, এ যেন দেখার কেউ নেই।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান ও মালিককে লাখ লাখ টাকা জরিমানা করছেন। এরপরও বন্ধ হচ্ছে না ওজনে কারচুপি এবং ভেজাল ও নিম্নমানের খাদ্যদব্য বিক্রি করা।
উক্ত বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বললে তারা অনেকেই বলেন, আমাদের নিয়মিত অভিযান চলছে। যেসকল প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারি আইন মানছে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি করেন মোঃ আব্দুল জব্বার মন্ডল।
উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।