হেলাল শেখ- ঢাকা ঃ
ঢাকাসহ দেশজুড়ে প্রতারণার ফাঁদ, ই-মেইলের মাধ্যমেও ফেসবুকের পাসওয়ার্ড একটু অসতর্ক হলেই
চুরির শিকার হতে পারে। প্রয়োজনীয় নিরাপত্তা বাড়িয়ে নিন। অনেক চালাক হ্যাকাররা ঠিক ফেসবুক
নোটিফিকেশনের মতো করে ই-মেইল তৈরি করে এবং তা ফেসবুকের মতোই কাছাকাছি কোনো
ডোকমেইন থেকে ই-মেইল আকারে পাঠায়।
তথ্যে জানা গেছে,দেশে-বিদেশে এসব ই-মেইলে থাকা লিঙ্কগুলো ক্লিক করলে যে সাইটটি ওপেন হবে
সেটিও অবিকল ফেসবুকের মতোই হবে। মূলত এটি ফিশিং সাইট,এর ফলে আপনার ইউজারনেম ও
পাসওয়ার্ড নিশ্চিন্তে হ্যাকার মসাইরা পেয়ে যাচ্ছে। এসব আক্রমন থেকে বাঁচতে সবসময় ই মেইলের লিঙ্কে
ক্লিক করার আগে দেখে নেয়া উচিত,তা “ফেসবুক. কম” ঠিকানাতেই যাচ্ছে কি-না। কারণ, যত যা-ই
হোক, ফেসবুকের ঠিকানা ঠিক থাকলে লগইন করতে আর কোনো ঝামেলা নেই।
“বিশেষ করে ফেসবুক শেয়ার বাটন” থার্ড পার্টি সাইটের বিভিন্ন কমেন্ট-যেমনঃ পোস্ট, ছবি,
ভিডিও ইত্যাদি ফেসবুকে শেয়ার করার জন্য শেয়ার বাটন যুক্ত করা থাকে। মূলত ব্যবহারকারীর সুবিধার্থেই
এই ফেসবুক শেয়ার বাটনগুলো যুক্ত করা হয়,কিন্তু এই শেয়ার বাটনও ফেসবুকের পাসওয়ার্ড চুরির কারণ হতে
পারে। আমাদের সহজ মাধ্যম এখন “ফেসবুক মিডিয়া-ডিজিটাল যুগের আলো” এই ফেসবুক
ইন্টারনেটভিত্তিক সাইবার জগৎ এখন বিভিন্ন অপরাধের আখড়া হয়েছে। এমন কোনো অপরাধ নেই যা এই
জগতে ঘটছে না। এই মাধ্যমে ভুয়া আইডির ছড়াছড়ি, চাঁদাবাজি, জঙ্গি সংগ্রহ ব্ল্যাক মেইল, মিথ্যা
প্রেম- ভালোবাসার বিয়ে প্রতারণা সবই চলে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর আড়াল করে যেখানে-সেখানে
জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হলেও এখনও মোবাইলের সিমকাড ও জাতীয় পরিচয়পত্র অপব্যবহারের আশঙ্কা করা
হচ্ছে। পর্ব ১।