অনলাইন ডেস্কঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
ওসি জানান, হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতা, আগুন দেওয়া ও হামলার অভিযোগে কয়েক ডজন মামলা আছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শামসুদ্দিন দিদারও সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকের পর হাবিব-উন-নবী খান সোহেলকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন।