নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভার ও আশুলিয়ায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আশুলিয়া বাজার ব্রিজ ও ভাকুর্তা ইউনিয়নের বাহেরচড় এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, বিকালে স্কুল ড্রেস পড়া দুই ছাত্রীকে আশুলিয়া ব্রিজের কাছে বসে থাকতে দেখা যায়। এ সময় তাদের বিষণ্ণ অবস্থায় কান্নাকাটি করতেও দেখেন স্থানীয়রা। পরে সন্ধ্যার দিকে তুরাগ নদী থেকে ওই দুই শিক্ষার্থীর ভাসমান মরদেহ দেখে স্থানীয় ভাটার শ্রমিকরা থানা পুলিশকে জানায়। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়, নিহতদের আনুমানিক বয়স ১৪ থেকে ১৫ বছর। তাদের পরনে জামার নিচে স্কুল ড্রেস ছিলো। ধারণা করা হচ্ছে নদীতে ঝাপ দিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারে। ময়না তদন্ত করলে এর রহস্য জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা? অন্যদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি বাহেরচড় এলাকায় যৌতুকের এক লাখ টাকা না পেয়ে ফুলমতি আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সাভার মডেল থানা পুলিশ একই দিন সন্ধ্যায় ওই গৃহবধূর মহদেহটি উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ঘটনার পর থেকে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। জানা গেছে, সাভার আশুলিয়া এলাকায় প্রায় দুই একদিন পর পরই বিভিন্ন বয়সের নারী ও পুরুষের লাশ উদ্ধার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ (ক্রাইম) বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানায়। এর কারণ জানতে চাইলে অনেকেই বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় মাদক ও জুয়ার আড্ডা চলছে। এসব মাদক ও জুয়ার টাকা জোগার করতে মাদক সেবনকারী এবং জুয়ারুরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে বলে এলাকাবাসী জানান। জুয়া ও মাদকের বিষয়টি পুলিশের উপর মহলে জানানো হয়েছে বলে অনেকেই জানিয়েছেন। ক্রাইম জোন এলাকা হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়া অনেক স্থানেই ক্রাইম হচ্ছে, তবুও তেমন কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিমত অনেকেরই। উক্ত বিষয়ে পুলিশের উপর মহলের অফিসার এর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
বি প্রতিদিন/হেলাল