বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সদর ইউনিয়ন জাতীয়পার্টি দ্বিবার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার জালশুকা বাজারে বড়াইগ্রাম ইউনিয়ন জাতীয়পার্টির সাধারন সম্পাদক বজলুর রহমার বুরুজ এর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নাটোর জেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং একাদ্বশ সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের মনোনায়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনের আলোচনা সভায় বড়াইগ্রাম ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি কায়কুবাদুল ইসলাম এর সভাপতিত্বে নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহেল রানা, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খাদেমুল ইসলাম, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, নাটোর জেলা ছাত্র সমাজের সদস্য সচিব সালমান হোসাইন, উপজেলা যুবসংহতির সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ ব্যাক্তিবর্গ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।
আলোচনাসভা শেষে কর্মীদের প্রস্তাব সমর্থন এর মাধ্যমে কায়কুবাদুল ইসলামকে সভাপতি, বজলুর রহমার বুরুজকে সাধারন সম্পাদক এবং হাতেম ফকিরকে সাংগঠনিক কমিটি ঘোষনা করেন। উক্ত কমিটি আমাগী ৭ দিনের মধ্যে ৫১ বিশিষ্ট কমিটি গঠন করবে।**