রাজধানীর গুলিস্তানে শুক্রবার ফের হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দুই ঘণ্টা স্থায়ী হয়। সংঘর্ষ চলাকালে ব্যবসায়ীরা ঢাকা ট্রেড সেন্টারের ভেতর ও হকাররা ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। দুই পক্ষ একে-অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।
এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীরা একপর্যায়ে হকারদের বসার জায়গা ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে, পুলিশ ঢাকা ট্রেড সেন্টারের ভেতরে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া বিক্ষুব্ধ হকাররা মার্কেটটির সামনে জড়ো হয়ে স্লোগান দেয়।
এ বিষয়ে কথা হয় বংশাল থানার তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টা থেকে হকার ও মার্কেটের দোকান মালিকদের সঙ্গে শুরু হওয়া সংঘর্ষ দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এছাড়া রাস্তায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে সংঘর্ষ হয়। মার্কেট কমিটির লোকজন ফুটপাতের হকারদের সরে যাওয়ার জন্য বললে এ সংঘর্ষের সূত্রপাত হয়।