ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
‘‘মায়ের দেয়া খাবার খাই,মনের আনন্দে স্কুলে যাই’’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মিনা দিবস উদযাপন।
দিবসটি উদর্যাপন উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর হতে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনোরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এটিএম হামিম আশরাফ,উপজেলা মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল ক্দ্দুুস, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের, সুজাপুর মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী প্রমুখ।