সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই এই শ্লোগানকে
সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্নাঢ্য
আয়োজনে মিনা দিবস পালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা
অফিসের আয়োজনে মিনা দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্বর
থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময়
র্যালীতে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান
নজির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার অধিকারী,
কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ, ফুলবাড়ী থানার ওসি খন্দকার
ফুয়াদ রুহানী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর
রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর- রশিদ উপস্থিত
ছিলেন।