অনলাইন ডেস্কঃ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আমি সব রাজনৈতিক দলকে অনুরোধ করি, তারা যেন ভালো মানুষকে মনোনয়ন দেয়। যাতে দেশের অবস্থা ভালো হয়। কারণ, অনেক এলাকার এমপিদের কথা, কাজের শুনে আমরা আঁতকে উঠি।’
আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম খেলার মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, ‘সংসদ নির্বাচন আসন্ন। উক্ত নির্বাচনে সকল রাজনৈতিক দল থেকে সৎ, চরিত্রবান ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া উচিত। অসৎ ব্যক্তিরা নির্বাচিত হলে দেশের কোনো উন্নয়ন হবে না।’
কোনো দলের নাম উল্লেখ না করে রাষ্ট্রপতি বলেন, ‘এমন সরকারকে নির্বাচিত করতে হবে, যারা দেশের উন্নয়ন চায়, অগ্রগতি চায়।’
আবদুল হামিদ আরো বলেন, ‘যারা টিআর, কাবিখার টাকা, গম, চাল মেরে খায়, সে যদি আমার ছেলেও হয়, তাদের ভোট দেবেন না। কোথায় ভোট দিলে আপনাদের উন্নতি হবে, কল্যাণ হবে, সেটা বুঝে-শুনেই ভোট দেবেন। যাদের কথা ও কাজে মিল রয়েছে, তাদের ভোট দেবেন।’
রাষ্ট্রপতি বলেন, ‘আমি স্বপ্ন দেখি উন্নত ভবিষ্যতের। এক সময় হাওর এলাকায় রাস্তাঘাট হবে। কৃষক নির্বিঘ্নে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে। হাওরে ফ্লাইওভার হবে। ফ্লাইওভার দিয়ে হাওরের মানুষ জেলা শহর কিশোরগঞ্জ ও ঢাকার সঙ্গে যোগাযোগ করবে। এটি আমার ঘুমিয়ে দেখা স্বপ্ন বা দিবা স্বপ্ন নয়। এ স্বপ্ন বাস্তবায়িত হবে একদিন। হয়তো সেদিন আমি থাকব না। কিন্তু হাওরের মানুষ সে সুফল একদিন ভোগ করবে।’
অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারি বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণসহ আটটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ সোমবার বিকেলে পাঁচদিনের সফরে কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরের প্রথম দিন আজ দুপুর ২টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার অষ্টগ্রাম হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে অটোরিকশায় করে অষ্টগ্রাম নতুন ডাকবাংলোতে যান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
সন্ধ্যার পর তিনি ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে’ স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন।
আগামীকাল মঙ্গলবার সকালে অষ্টগ্রাম-নওগাঁ ও অষ্টগ্রাম-কাস্তুল-ভাতশালা সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে বিকেলে ইটনা উপজেলায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ’ মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন রাষ্ট্রপতি।