সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে নোংড়া পরিবেশে মান নিয়ন্ত্রন ছাড়াই আইসক্রীম উৎপাদন
বিক্রয় অব্যাহত রাখায় মেসার্স হ্যাপি।
আইসক্রীম ফ্যাক্টরীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের রিভারভিউ স্কুল মোড়ে মেসার্স হ্যাপি
আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন আদালতের
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত। এসময় আদালতকে
সহায়তা করেন রংপুর বিএসটিআই অফিসের ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার
হোসেন।
পন্যের গুণগত মান যাচাই ব্যতীত ও বিএসটিআই এর মান সনদ গ্রহণ না করে
আইসক্রীম পন্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার অপরাধে এ জরিমানা
করা হয়েছে বলে জানান বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার
হোসেন। এসময় ঐ প্রতিষ্ঠানকে ভবিষ্যতে পন্যের গুণগত মান যাচাই ও
লাইসেন্স ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে
বলেও জানান ঐ কর্মকর্তা।