নাটোর প্রতিনিধিঃ
নাটোর বড়াইগ্রামে সদ্য বদলীর আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক শাহিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার কর্মময় জীবন তুলে ধরে বক্তৃতাকালে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তাঁর কান্নাজড়িত কন্ঠের বক্তৃতায় গোটা মিলনায়তনে নেমে এসেছিল পিতপতন নীরবতা। এ সময় বক্তব্যে তিনি বলেন, তাঁর রাজনৈতিক জীবনে অনেক জেলা প্রশাসককে দেখেছেন, কিন্তু এ রকম জ্ঞানী, বিচক্ষণ, কর্মদ্যমী মানুষ দেখেন নাই। একজন সরকারী কর্মকর্তা হয়েও এভাবে সাধারণ মানুষকে ভালবাসা যায়, তাদের পাশে দাঁড়ানো যায় এটা এই জেলা প্রশাসককে না দেখলে বুঝতে পারতাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, সহকারী কমিশনার ভুমি অভিজিৎ বসাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক আকরাম হোসেন বক্তব্য রাখেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেষ্ট ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুনকে স্বাস্থ্য বিভাগে উপ-সচিব হিসাবে বদলী করা হয়েছে।