আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ১ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর নাটোর ক্যাম্প।
গ্রেফতারকৃতরা হলো সাজ্জাদ মন্ডল (২৭), আব্দুর রশিদ(২৬), শহিদুল ইসলাম(৪৮)।
আত্রাই থানাসূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দশটার দিকে র্যাব-৫ এর নাটোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে পতিসর সিংড়া রোডে অভিযান চালিয়ে আত্রাই উপজেলার হিঙ্গুলকান্দি গ্রামের মৃত জসদ মন্ডলের ছেলে সাজ্জাদ মন্ডল, একই গ্রামের সাহেদ আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ এবং পতিসর গ্রামের মৃত ধনু খলিফার ছেলে শহিদুল ইসলামকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
এব্যাপারে ওসি আত্রাই থানা মোঃ মোবারক হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। বুধবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরন করা হবে।