বখতিয়ার ঈবনে জীবন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডোমার উপজেলায় বৃষ্টি রানী(১৮) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া চাকধাপাড়া এলাকার নিজ বাড়ি হতে পুলিশ লাশ উদ্ধার করে জেলার মর্গে ময়না তদন্ত করেছে । বৃষ্টি ওই এলাকার সচিন চন্দ্র রায়ের মেয়ে ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এলাকাবাসী জানায় কলেজ ছাত্রীটি মানষিক সমস্যা ভুগছিল। এ অবস্থায় রবিবার সন্ধ্যায় সে কিটনাশক পান করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। সোমবার সন্ধ্যায় তার অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। লাশ নিয়ে আসা হয় নিজ বাড়িতে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোকছেদ আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।