নিজস্ব প্রতিনিধি ॥
তালার শাহাজাদপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসত বাড়ির সীমাণা থেকে জোরপূর্বক একটি ফলন্ত কাঁঠাল গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সেখানকার মৃত জরিপ গাজীর ছেলে সাজ্জাত গাজী ও তার ছেলে বাবুল গাজী গং বুধবার ২৬ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী মৃত আকছেদ গাজীর ছেলে জামাল গাজীর বসত বাড়ির সীমাণা থেকে জোর পূর্বক একটি ফলন্ত কাঁঠাল গাছ কেটে নেয়। এসময় জামালের বাড়ীতে কোন পূরুষ লোক নাথাকায় তাৎক্ষণিক প্রতিবাদ না করলেও বাড়িতে ফিরে বিষয়টির নিয়ে তাদের কাছে জানতে চাইলে ইল্টো তারা সংঘ বদ্ধভাবে তাকে মারতে উদ্যত হয়। এমনকি এনিয়ে বাড়াবাড়ি করলে জান-মালের ক্ষতি সাধনেরও হুমকি দেয়।
প্রসঙ্গত,বছর খানেক পূর্বে তাদের জমির সীমাণা নির্দ্ধারণ নিয়ে গোলযোগ শুরু হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন রাজুর নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তি বর্গের মধ্যস্থতায় পুনরায় জমির আইল-সীমাণা নির্দ্ধারণপূর্বক ঘেরা-বেড়া দেয়া হয়। ঐ সময় সাজ্জাত গাজীরা জামাল গাজীর সীমাণার মধ্যের একটি কাঁঠাল গাছ তাদের বলে দাবি করলেও ঐসময় তারা আর সেটা কেটে নেয়নি। এরপর প্রায় বছর খানেক বুধবার পূরুষ শূণ্য বাড়িতে হানা দিয়ে ফিল্মি স্টাইলে উক্ত ফলন্ত গাছটি কেটে নিয়েছে।
সর্বশেষ এ ঘটনাকে কেন্দ্র করে দু’পরিবারে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। তবে জামাল গংদের দাবি,সাজ্জাত গংরা তাদের বাড়ির সীমাণা থেকে জোরপূর্বক গাছটি কর্তন করে উল্টো তাদেরকে নানাবিধ হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। এ ঘটনায় তারা রীতিমত নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও সাংবাদিকদের নিকট অভিযোগ করেছেন।
এব্যাপারে অভিযুক্ত বাবলু গাজীর নিকট জানতে চাইলে তিনি বলেন,জরীপের আগে গাছটি ঐ সীমাণায় তাদের লাগানো ছিল। শালীশিতে বিষয়টি প্রমানিতও হয়েছিল। এর প্রেক্ষিতেই মূলত তারা গাছটি কর্তন করেছে।