নিজস্ব প্রতিনিধি ॥
দর্শকের আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে সাতক্ষীরার তালায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১০তম নৌকা বাইচ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বিকাল ৩টায় চরগ্রাম-তালা-মোবারকপুর যুব সংঘ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে কপোতাক্ষ নদের দুই পাড়ে জরো হয় হাজার হাজার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত একাধিক নৌকা অংশ নেয়। স্থানীয় সোবহান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম,তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন,এসএম আজিজুর রহমান রাজু,গনেশ দেবনাথ প্রমূখ। অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।