ভোলা প্রতিনিধি॥
ভোলার মনপুরায় আগুনে পুড়ে মাইমুনা (২) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকা-ে বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাজিরহাট গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। নিহত মাইমুনা জংলার খাল জামে মসজিদের ইমাম ও নুরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমানের মেয়ে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী জানান, দুপুরে মিজানুর রহমানের স্ত্রী রান্না ঘরে ভাত চুলার ওপর দিয়ে পাশের জমিতে শাক তুলতে যান। এ সময় চুলা থেকে আগুন লেগে বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে মিজানুরের স্ত্রী চিৎকার শুরু করলে এলকাবাসী আসার আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা মেয়ে শিশু মাইমুনা আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল আজিজ ভূঞাঁ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল আজিজ ভূঞাঁ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান টিন ও ছয় হাজার টাকা দেওয়া হবে।