ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ সোমবার সকালে ফুলবাড়ীয়া পূর্ব মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান অপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুনাহার, স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অভিবাবক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার প্রতিটি সরকারী প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১ লক্ষ ৪০ হাজার শিশু কিশোর কিশোরী কে ১ অক্টোর থেকে ৭ দিন ব্যাপী এ চিকিৎসা দেওয়া হবে। প্রতি শিক্ষার্থী কে ৫শ এম জি ম্যাবেন্ডাজল একটি করে ট্যাবলেট ভরা পেটে খাওয়ানো হবে।