বখতিয়ার ঈবনে জীবন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চিলাহাটি প্রেসক্লাব আয়োজিত ২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় চিলহাটি ডাকবাংলো হলরুমে চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মঞ্জুর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু, চিলাহাটি সরকারী কলেজের প্রভাষক স্বপন মিয়া, সোনালী ব্যাংক ব্যবস্থাপক খালেকুল আলিম, জনতা ব্যাংক ব্যবস্থাপক আলম বাদশা,গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, চিলাহাটি ষ্টেশন মাষ্টার আনোয়ার হোসেন, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, এ ছাড়াও এসআই জাহাঙ্গীর আলম, এএসআই হাসিবুল ইসলাম, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সহ-সভাপতি এআই পলাশ, সহ সম্পাদক রবিউল ইসলাম, সদস্য আহসানুল কবীর জুয়েল, চিলাহাটি ওয়েব ডটকমের সম্পাদক ও প্রকাশক আপেল বসুনীয়া, আবু সাইদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সাংবাদিক ওহাবুল হক, অবলোকেনের সম্পাদক ইফতেখারুল হক প্রমূখ বক্তব্য রাখেন। শেষে বিদায়ী পুলিশ পরিদর্শক ফজলুর রহমানকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।