এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় বক্তারা বলেছেন, ‘দলে কাউয়া ঢোকার কারনেই গত সোমবার দুই ত্যাগী নেতা খুন হয়েছেন’।
শনিবার বিকেল ৫টায় পৌর ভবন চত্বরে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র ও পৌর আ. লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার। মোড়েলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আ. লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনের পক্ষে পৌর আ. লীগ এ কর্মী সভার আয়োজন করে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আ. লীগ নেতা মাস্টার সাইদুর রহমান, রবিন দত্ত, আউয়াল খান মহারাজ,পৌর আ. লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নাছির উদ্দিন মৃধা,যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, মো. রেন্টু মল্লিক ও রিমন তালুকদার।
বক্তারা গত সোমবার দৈবজ্ঞহাটিতে প্রকাশ্যে দলের দুই নেতা আনছার আলী ও শুকুর শেখকে খুনের ঘটনায় নিন্দা জানান এবং দল থেকে হাইব্রিড ও কাউয়াদের বের করে দেওয়ারও দাবি জানান।