রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপি দক্ষিন জয়দেবপুর গ্রামে রোববার বিকেলে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন পাটোয়ারী (সাংবাদিক) সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত, সমাজসেবক আব্দুল মান্নান,মাষ্টার শাহআলম শুভ্র,ইউপি মেম্বার সহেল পাটোয়ারী,প্রবাসী আবুল কাশেম পাটোয়ারী,মারুফ পাটোয়ারীসহ প্রমূখ। বক্তরা জানান মসজিদটি ২০০৪ সালে পাঞ্জেগানা মসজিদ হিসেবে আধা পাকা হিসেবে নির্মাণ করেন সাংবাদিক জাকির পাটোয়ারী। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান পরিষদ থেকে ১লাখ টাকা বরাদ্ধসহ স্থানীয়দের সহায়তা নিয়ে জামে মসজিদ করার লক্ষে তৃতীয় তলা মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।