টি.আই সানি গাজীপুরঃ
জন্ম পাকিস্তানে দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার পর মাটির টানে দেশের প্রতি ভালবাসা তাই ফিড়ে আশা বাংলাদেশে। দেশে এসে মেয়েকে হাড়িয়ে পাগল প্রায় ইকরার মা বাবা। পনের দিনেও খোঁজমিলেনি ১৬ বছর বয়সি কিশোরী ইকরার।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর এলাকায় এঘটনা ঘটে। দরিদ্রতা আর পেটের দায়ে অভাবের সংসারের হাল ধরতে চাকরি করতে হয় ইকরার। নিয়তির কি পরিহাস হঠাৎ ইকরা নিখুজ কোথাও কোনো খোঁজনেই। মেয়েকে খোঁজে না পাওয়ায় ২৭/০৯/২০১৮ইং মেয়ের পিতা আলী হোসেন বাদী হয়ে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। এর আগে বিভিন্ন আতœীয় স্বজনের বাড়ীতে মেয়েকে না পেয়ে শ্রীপুর থানায় একটি জিডি (১৩৪৮) করা হয়েছে।
শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর এলাকার আলী হোসেনর কন্যা ইকরা (১৬), একই উপজেলার তেলিহাটি ইউনিয়নের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে রুহুল ড্রাইভার (৩২)।
ইকরার পিতা আলী হোসেন জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে জমজম টেক্সটাইলে চাকরি করতেন ইকরা। গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে কারখানার উদ্দেশ্যে বাড়ি হইতে বেড়িয়ে যায়। কিন্তু পরবর্তীতে আর বাড়ী ফিরে আসে নাই আমার মেয়ে। অভাবের কারণে মেয়েকে লেখাপড়া শেখাতে পারেননি। মেয়েকে উদ্ধারের কোনো ব্যবস্থাও নিচ্ছে না পুলিশ।
ইকরার বান্ধবী তাজনীন জানান,ইকরা আর আমি এক সাথে কর্মস্থলে প্রতিদিন যাওয়া আসা করতাম কিন্তু যাওয়া আসার পথে উৎপেতে বসে থাকতো আবদার এলাকার এক বখাটে ছেলে রুহুল ড্রাইভার। বখাটে রুহুল ড্রাইভার ইকরাকে প্রায় সময় রাস্তায় বেরিগেট করে কথা বলার চেষ্টা করতো এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো রুহুল ড্রাইভার। কাগজে লিখে রুহুল ড্রাইভার তার ফোন নাম্বার দিতো ইকরাকে,ইকরা সেটা না নেওয়ায় এবং রুহুলের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া প্রায় সময় হুমকি দিতো রুহুল ড্রাইভার। হুমকি দেওয়ার তিনদিন পর থেকে ইকরা নিখোঁজ রয়েছে। ইকরার পরিবারের ধরনা রুহুল ড্রাইভার ইকরা কে কিডন্যাপ করে নিয়ে গেছে। এব্যাপারে ইকরার বাবা শ্রীপুর থানায় একটি সাধারন ডাইরী করেছে।
৮ অক্টোবর সরেজমিনে খোজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে রুহুল ড্রাইভার পলাতক রয়েছে। স্থানীয়রা বলেন এলাকার বখাটে ছেলে রুহুল ড্রাইভার,তার নামে একাদিক মামলা রয়েছে।
শ্রীপুর থানার উপ- পরিদর্শক এস আই মুঞ্জুরুল হক বলেন ইকরা কোনো কিডন্যাপ হয়নি। ইকরা প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু কার সাথে পালিয়ে গেছে তা ইকরার পরিবার সঠিক করে বলতে পারছেন না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে বিষটি অতি গুরুত্ব সহকারে দেখতেছে।