বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নিমার্ণ প্রকল্প-২ এর অর্থ্যায়নে ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ২২ হাজার, ৯ শত, ৫ টাকা। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল কুদ্দুস জোনাইল বাজারে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
গতকাল সোমবার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল তোজামের সভাপতিত্বে ভিত্তি পস্তর স্থাপন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সম্পাদক মিজানুর রহমান মিজান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, কোহেলী কুদ্দুস মুক্তি, মেয়র জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আল মামুন, সম্পাদক মাসুম পারভেজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সর্দার, সম্পাদক মানিক রায়হান, সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান প্রমূখ।