তালা প্রতিনিধি॥
সাতক্ষীরার তালা মহিলা ডিগ্রী কলেজ থেকে চলতি বছর ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চার মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। এদের মধ্যে নুসরাত সুলতানা নিশি,ঢাকা মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। নিশি যশোর জেলার কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের আনছার উদ্দীন বিশ্বাসের মেয়ে। রিফা তাসফিয়া জয়নব সে রাজশাহী মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। সে তালা সদরের বারুইহাটি গ্রামের ফজলুল করিমের মেয়ে। ফারিয়া নওশিন নাইচ সে খুলনা মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। সে খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাটি গ্রামের আবুল হোসেন খানের মেয়ে। অপর শিক্ষার্থী ধৃতি মন্ডল ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। ধৃতি একই উপজেলার কাপিলমুনি গ্রামের প্রকাশ চন্দ্র মন্ডলের মেয়ে।
তারা সকলেই ২০১৮ সালের এইচ,এস,সি পরীক্ষায় সুনামের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা তাদের সাফল্যে তালা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান। লেখা-পড়ার মান উন্নয়নে তারা সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছিল বলেও জানায়। তারা তাদের সাফল্যের জন্য অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, ভাল ফলাফল এবং আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে তারা এপর্যন্ত নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে তারা এর সুফল পেতে শুরু করেছেন। ধারাবাহিকতা ত্বরান্বিত করতে তারা নিরলস কাজ করে যাবেন বলেও জানান।