নিয়োগ বজ্ঞিপ্তি
দি বেঙ্গল প্রটেকটিভ গার্ডস্ লি: এর সাংগাঠনিক অবকাঠামো বৃদ্ধির লক্ষে প্রকৃত বাংলাদেশীদের নিকট স্বহস্তে লিখিত আবেদন আহবান করা যাচ্ছে। আবদেন পত্র অন লাইন অথবা সরাসরি অফসিে জমা দেয়া যাবে।
নিয়মাবলীঃ
প্রার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক,সে পদের নাম উল্লেখপূর্বক ছবিসহ জীবনবৃত্তান্তbengolbpgl@gmail.com এই ইমেইলের মাধ্যমে আবেদন করবে। (প্রার্থীরে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে) প্রাথমিক তালিকাভুক্তির পর বাছইকৃতদের পরীক্ষার স্থান ,তারিখ ও সময় মোবাইলে জানিয়ে দেয়া হবে। লিখিত ,ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায় দেওয়া হবে। সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। দেশের যে কোন স্থানে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। বিস্তারিত জানতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www. bpgl.com.bdভিজিট করুন। জরুরি প্রয়োজনে-০১৭৯৭৫৪৪৮২৫