জয়নাল আবেদীন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ১ নং উত্তর হামছাদি ইউনিয়নের বেড়ির সরকারি খাল থেকে এক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে, এতে হুমকির মুখে পড়েছে পার্শবর্তী এলাকার কয়েক’শ একর আবাদি জমি ও ঘরবাড়ি। নষ্ট হয়ে যাচ্ছে ওই এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা ঘাট, সরকার যে কারনে জনহীতে বেড়িবাঁধ নির্মান করেছেন, খাল খনন ড্রেজার দিয়ে করায় বেড়িবাঁধ আর থাকছেনা বলে এলাকা বাসির অভিমত।
অভিযোগের ভিত্তিতে সরজমিনে ঘুরে এসে আমাদের প্রতিবেদক জানান যে, জনতার কথা সত্য বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী নামিয় একজন প্রভাব শালি ব্যক্তি, যিনি বালু উত্তোলন করে আসছেন দির্ঘদিন যাবৎ, তিনি জানান গত ২২/৩/২০১৭ ইং চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড থেকে ৬ টি শর্ত সাপেক্ষে এক বছর মেয়াদে খাল খননের চুক্তি নিজ খরচে সম্পন্ন করবে মর্মে লিখিত চুক্তি নামায় উভয় অর্থাৎ চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্তিপক্ষ বনাম ইকবাল পাটোয়ারী সই করেন। কাগজ পত্রাদি পর্যালোচনা করে দেখা যায় গত ২৩ /৩ /২০১৮ ইং চুক্তি নামার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেও ঠিকাদার বহাল তবিয়তে সরকারি নিয়মনীতি তোয়াক্কা করে ৬ মাস ব্যাপি বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে এলাকার সর্ব স্তরের জনগনের অভিযোগ। মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর চুক্তি নামা নবায়ন করা হয়েছে কিনা জানতে চাইলে ইকবাল পাটোয়ারী বলেন, পানি উন্নয়ন বোর্ডে খবর নিয়ে জেনে নিন। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডে গিয়ে জানতে চাইলে উনারা বলেন নবায়নের কোন সুযোগ নেই।
এই বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শাহজাহান আলির নিকট জানতে চাইলে, উনি বলেন বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা বিধি মোতাবেক গ্রহন করা হবে।